শিরোনাম :
নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার যারা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করবে, জনগণ তাদেরকেই নির্বাচিত করবে-খায়রুল কবীর খোকন বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, বাড়িতে ভাঙ্গচুর ও আগুন
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে র‌্যাব- ১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র‌্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে র‌্যাব- ১১ নরসিংদী ও র‌্যাব- ১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা বেগম (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র‌্যাব-১১ নরসিংদী  ও র‌্যাব-১২ কুষ্টিয়ার দুটি দল যৌথ অভিযান চালায়। এসময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে রাতে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও ঠিক কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category