নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর মনোহরদী উপজেলায় ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা মালিকদের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী মনোহরদী উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, অভিযানে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারা অনুসারে ৭টি ইটভাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে মেসার্স চন্ডীতলা ব্রিকস মালিক হাজী মোঃ আফাজ উদ্দিন কিরণকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই মালিকের মেসার্স বড়চাপা ব্রিকসকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বড়চাপা এলাকার মেসার্স বন্ধু ব্রিকস এর মালিক মোঃ আওলাদ হোসেনকে ১ লাখ টাকা, ব্রাইট রয়েল ব্রিকস মালিক মোঃ শাহজাহানকে ১ লাখ টাকা,হাতিরদিয়ার মেসার্স এ এন ব্রিকস-১ মালিক আবুল কালাম আজাদকে ১ লাখ টাকা, সরাইকান্দির মনোহরদী ডিজিটাল ব্রিকস মালিক মোঃ সাইফুল্লাকে ৫০ হাজার ও একই এলাকার মেসার্স আলিফ মান্নান ব্রিকস মালিক আঃ মান্নানকে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় ইটভাটাগুলোর কিলন আংশিক ভেঙ্গে দেওয়া সহ কার্যক্রম বন্ধ করা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।