শিরোনাম :
নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার যারা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করবে, জনগণ তাদেরকেই নির্বাচিত করবে-খায়রুল কবীর খোকন বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, বাড়িতে ভাঙ্গচুর ও আগুন
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
বক্তব্য রাখছেন খায়রুল কবীর খোকন

বাণী রিপোর্ট : নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে, দেশে আসা বন্ধ করে দিয়েছিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী, বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে হত্যার পরিকল্পনা করে স্বৈরাচারী শেখ হাসিনা। তিনি মনে করেছিলেন খালেদা জিয়াকে হত্যা করতে পারলে বাংলাদেশে তার আর কোন প্রতিপক্ষ থাকবে না, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী হবে না, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে।

তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, তিনি নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাকে বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি দেশ ছাড়েননি।

তিনি বলেন, জিয়াউর রহমানের সমাধি সরাতে মরিয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুই আই কানের নকশা ৩ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নিয়ে আসেন। সে নকশায় জিয়াউর রহমানের সমাধি ছিল না। একাধিকবার সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাস, চব্বিশের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আর সেই জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। সৌম্য ও শান্তির প্রতীক খালেদা জিয়া শেষযাত্রায় যে সম্মান পেয়েছেন, তা ইতিহাসে বিরল। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, এম এ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category