শিরোনাম :
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন গ্রেপ্তার  পলাশে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র-গোলাবারুদ উদ্ধার শিবপুর প্রেসক্লাবের সভাপতি পদে-আসাদ ও মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নর্রসিংদীর ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৬ জন প্রার্থী শিবপুরে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মন্জুর এলাহী ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ রায়পুরা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

Reporter Name
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। জবাবে ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান। দুজনে মিলে উদ্বোঢনী জুটিতে যোগ করেন ৩৮ রান। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরলে ভাঙে সেই জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। অধিনায়কের ইনিংস ছিল মাত্র ৬ বলের। ৭ রান করে লিটন দ্রুত ফিরলে কিছুটা বিপাকে পড়ে দল। তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয় সামলে দলের জয় নিশ্চিত করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন।

আজকে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন তামিম। একাই ধরেছেন ৫টি ক্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটিই সর্বোচ্চ। ফিল্ডিংয়ে এমন রেকর্ড গড়ার পর ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তামিম। ৩৬ বলে অপরাজিত ৫৫ রান করেন তিনি। আর ইমন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থেকেছেন।
এর আগে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। তাকে দ্রুতই আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন, ক্যাচটি নেন সাইফ হাসান।

স্টার্লিংয়ের বিদায়ের পর ছন্দপতন ঘটে আইরিশ ইনিংসে। ছোট ইনিংস খেলা টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি সবার ব্যাট আজ ব্যর্থতায় নাম লেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category