বাণী রিপোর্ট : জমকালো আয়োজনে নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৭ এর শপথ গ্রহণ অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
শপথ গ্রহণ করেন সভাপতি মাখন দাস, সহ-সভাপতি হলধর দাস, কাজী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন,এটিএম মোস্তফা বাবর ও মোঃ জাকির হোসেন ভূঞা।
প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার ও প্রেস ক্লাবের উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক, এনএসআই’র যুগ্ম পরিচালক মোঃ নুরুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা নিবারণ রায়, আবদুর রহমান ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া, প্রেস ক্লাব নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কাজী নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মাখন দাস, এনএসপি’র সভাপতি মোঃ হারুন অর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ ও সকল সাধারণ সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধবদী, শিবপুর, রায়পুরা,পলাশ,বেলাবো ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। উল্লেখ্য, গত ২৯ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।